দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ইউপি সদস্য আকরাম হোসেন ও তাঁর সহযোগী মুক্তার হোসেনকে মাদকসহ টাঙ্গাইলে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। আজ শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে সেতুর পূর্বপাড় গোল চত্ত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। ইয়াবাসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪।
গ্রেফতারকৃতরা হলেন-জেলার বিরামপুর উপজেলার বর্তমান দিওড় ইউপি সদস্য বিজুল (কঞ্চিগাড়ি) গ্রামের মৃত. নজিবুদ্দিনের ছেলে আকরামুল হক (৪৭) এবং একই উপজেলার দিওড় গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মুক্তার হোসেন (২৮)।
র্যাব-১৪ এক প্রেস ব্রিফিংয়ে জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র্যাবের একটি দল শনিবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় গোল চত্ত্বরে অভিযান চালায়। অভিযানের আভাস পেয়ে দুই ব্যক্তি দৌঁড়ে পালাতে চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা পিছু ধাওয়া করে ৫ হাজার ৩শ ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৭শ টাকা ও দুইটি মোবাইল জব্দ করেন।
র্যাব-১৪ আরও জানায়, গ্রেফতারকৃতরা ঢাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দিনাজপুর সহ বিভিন্ন জেলায় সরবরাহ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। তাদের বিরদ্ধে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।