ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিকদের তীব্র ক্ষোভ ও নিন্দা পূর্বের শত্রুতার জের ধরে সাংবাদিককে হত্যার চেষ্টা
2, April, 2023, 10:10:5:PM
মোঃ আফজাল হোসেন
, দিনাজপুর প্রতিনিধি
পূর্বের শত্রæতার জের ধরে বিএমএফ টেলিভিশন প্রতিনিধি ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আসাদুজ্জামান আসাদ কে হত্যার চেষ্টা। গত ৩১ মার্চ সন্ধ্য ৮টায় পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতরাপাড়া (সুন্দরীর মোড়) নামক স্থানে মোঃ আসাদুজ্জামান আসাদ ইফতারের পর ঔষুধ আনতে গেলে বৈদনাথপুর পাতরাপাড়া গ্রামের মৃত বাবুর পুত্র মোঃ আবু শহীদ (৩৫) পূর্বে প্রস্তুতি নিয়ে ধারালো ছুরি ধারা পিছন দিক থেকে আঘাত করে পালিয়ে যায়। এতে বাম পায়ে চোট লেগে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে রাত্রী ৯ টায় চিকিৎসার জন্য ভর্তি করান। এই ঘটনায় ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আফজাল হোসেন, সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সাংবাদিক মোঃ মোরশেদুল রহমান, আলা-আমিন বিন আমজাদ, মোঃ গোলাম রব্বানী, এসএম জাকির হায়দার, মোঃ কারিজুল ইসলাম, মোঃ ইকবাল হাসান, মোঃ রাফিউল ইসলাম. মোঃ সফিকুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, প্রবীর গাঙ্গুলী, লাতু খান, বীরেন্দ্রনাথ সরমা কৈলাশ, নুর ইসলাম, সৈয়দ কামরুজ্জাম তুহিন, হাফিজুর রহমান, আইন উপদেষ্ঠা এ্যাড. মোঃ আরিফ ইকবাল হাশমী, উপদেষ্ঠা মোঃ সাইদুর রহমান, সঞ্জয় কুমার রায় ও আব্দুল হাফিজ। এই নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। সেই সাথে দোষী ব্যক্তিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবী জানান। এছাড়া সারা বাংলাদেশে সাংবাদিকদের উপর যে সব হামলা মামলা হচ্ছে এসব ঘটনারও তীব্র নিন্দা জানান।