২ দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে
19, December, 2022, 3:22:11:PM
১৮ ডিসেম্বর ২০২২ সাংবাদিকদের জন্য ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে আজ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।আজ সকাল ১০ টায় সার্কিট হাউস রোড প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ( পিআইবি) ভবনের পঞ্চম তলায় প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে আজ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ শেষে দিকনির্দেশনা মুলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান এস এম মোরশেদ;এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফরিদ খান; প্রশিক্ষণ উপকমিটির আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন; যুগ্ম আহ্বায়ক ও দৈনিক এ সময়ের কন্ঠ পত্রিকার সম্পাদক এম এম তোহা; সঞ্চালনা করেন ; প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য সচিব;ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের অর্থ সচিব ও সাপ্তাহিক নবজাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবু তাহের পাটোয়ারী; জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মোঃ ফারুক হোসেন ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
প্রশিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক উপস্থাপক কলামিস্ট দৈনিক এ বাংলা পত্রিকার চিফ রিপোর্টার মতলু মল্লিক’ বিশিষ্ট উপস্থাপিকা সংবাদ পাঠিকা প্রশিক্ষক প্রীতি স্পর্শ । ২দিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে দেড় শতাধিক প্রশিক্ষণার্থী বিভিন্ন জেলায় কর্মরত সংবাদকর্মী বিভিন্ন জেলা থেকে এসে এই প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহণ করে আজ প্রশিক্ষণ সনদ গ্রহণ করে। সারা দেশ থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত বিপুলসংখ্যক সাংবাদিক নারী পুরুষ সম্মিলিত ভাবে প্রশিক্ষণ কার্যক্রমে স্বত:স্পূর্তভাবে অংশগ্রহণ করে নিরন্তর ভাবে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান এস এম মোরশেদ।
উল্লেখ্য যে ; ২০১৭ সাল থেকে দেশব্যাপী সুবিধা বঞ্চিত সাংবাদিকদের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে সর্বোচ্চভাবে সরকারের উচ্চ পর্যায়ে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে দেনদরবারে নেতৃত্ব দিয়ে সারাদেশে ব্যাপকভাবে অবদান রেখে সুনাম অর্জন করে আসছে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)। জাতীয় পর্যায়ে বহু সাংবাদিক সংগঠনের সমন্বয়ে বৃহত্তর পরিসরে গঠিত ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর পক্ষ থেকে রক্তে রঞ্জিত লক্ষ শহীদের জীবনের বিনিময়ে অর্জিত ৫১ তম মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীসহ সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা।