ফুলবাড়ীতে দৈনিক নবরাজ পত্রিকার ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
1, May, 2023, 5:55:6:PM
মোঃ আফজাল হোসেন,
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে দৈনিক নবরাজ পত্রিকার ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়েছে।
পহেলা মে ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে জাতীয় দৈনিক নবরাজ পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি সাংবাদিক আলামিন বিন আমজাদের আয়োজনে ও স ালনায়, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সভাপতি তাজমিলুর রহমান নয়ন, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লিমন হায়দার, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুনুর রশিদ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবু শহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী প্রেসক্লাবের সংগঠনিক সম্পাদক প্লাবন শুভ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু শহীদ, ফুলবাড়ী মাই টিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটের সাংগঠনিক সম্পাদক সোলাইমান মন্ডল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোরসালিন ইসলাম, ফুলবাড়ী উপজেলা পৌর যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান মানিক, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির পরিচালক তারিকুজ্জামান শুভ, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সদস্য মানিক সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কেটে আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয় ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা নবরাজ পত্রিকার উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন এবং ফুলবাড়ী প্রতিনিধি আল আমিন বিন আমজাদ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।