দিনাজপুরের ফুলবাড়ীতে মাইটিভির ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল শনিবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়, রেলি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাইটিভির ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ওয়াসিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন উর রশীদ হারুন, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোঃ রজব আলী, ফুলবাড়ী থানা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির তথ্য ও প্রচার সম্পাদক মোরসালিনসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ, স্কুলের শিক্ষার্থীবৃন্দ, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।