কাউনিয়ায় প্রত্যাশার আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ
8, May, 2023, 7:18:5:PM
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ
রংপুরের কাউনিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ করায় গত সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে জন্মদিনের কেট কাটা, আলোচনা সভা ও মসজিদের মুয়াজ্জিনদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র্যালী শেষে প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশ সারওয়ার আলম মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী আফিসার (অতিরিক্ত দ্বায়িত্ব) মনোনীতা দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিঞ্চিতা রহমান, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, আরিফা ফুড প্রোডাক্টাসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহাফুজ, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, পল্লীবিদ্যুৎ এর ডিজিএম জোবায়ের আলী বসুনিয়া, তথ্য সেবা কর্মকর্তা আকতার জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ। বক্তব্য রাখেন প্রত্যাশার আলোর নির্বাহী সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, রিপোর্টাস ইউনিটির সভাপতি শাহ রাজু, সাংবাদিক মনিরুল ইসলাম মিন্টু, নিতাই চন্দ্র, মিজানুর রহমান, সাইদুল ইসলাম, জহির রায়হান, জসিম সরকার, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, প্রত্যাশার আলোর পীরগাছা প্রতিনিধি মনজুরুল ইসলাম (মিলন), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ সরকার প্রমূখ। কাউনিয়ার অর্ধশতাধিক মসজিদের মুয়াজ্জিনদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।