দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত হয়েছে ।
১৫ফেব্রুয়ারী বেলা ১১.৩০ টায় এই দূর্ঘটনা ঘটে
। দূর্ঘটনায় নয়ন বাবু( ৩৭) নামে একজন নিহিত হয়েছে। নিহিত নয়নবাবু উপজেলার ২নং বিনোনগর ইউনিয়নের কলমদারপুর গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে। স্থানীয়ভাবে জানা যায় , তিনি মোটরসাইকেলে করে নবাবগঞ্জ হতে বিনোদনগর বাজারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে কপাল দাড়া ব্রীজের সামনে পৌঁছালে চলন্ত মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকাপের সজোরে ধাক্কা লেগে নয়ন বাবু গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুররহিম মেডিকেল কলেজে রেফার্ড করেন। দিনাজপুর নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। এ বিষয়ে থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের হয় নি বলে জানা গেছে ।