দেওখোলা ইউনিয়নের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে হান্নান
26, October, 2022, 4:12:10:PM
মোঃ আকাশ আহমেদ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৫নং দেওখোলা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে এম এ হান্নান সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি আসছে দেওখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষে দলীয় বিভিন্ন ফোরামে দৌড়ঝাপের পাশাপাশি ইউনিয়নের সকলস্তরের জন মানুষের সাথে ভোট প্রার্থনা ও গণযোগাযোগ করে চলছেন তিনি। এম এ হান্নান ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ৫ নং দেওখোলা ইউনিয়ন শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও দেওখোলা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বশীল এই রাজনীতির পাশাপাশি বিভিন্ন সমাজসেবা, উন্নয়নমুলক কর্মকাণ্ড, শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা ও পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন। তিনি দেওখোলা ইউনিয়নের সর্বোচ্চ্য বিদ্যাপিঠ হরে কৃষ্ণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। উল্লেখ্য দেওখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাজুল ইসলাম বাবলুর মৃত্যুজনিত কারনে চেয়ারম্যানের পদ শুণ্য হয়। স্থানীয়বাসিও জনপ্রিয় প্রয়াত চেয়ারম্যান তাজুল ইসলাম বাবলুর পরে এম এ হান্নানকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে উঠে পড়ে লেগেছেন।