ভালুকায় বন বিভাগের হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
8, July, 2023, 4:16:36:PM
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ভালুকা উপজেলার চামিয়াদী মৌজার এসএ (আরওআর) রেকর্ডীয় জমি সরকার কর্তৃক বনবিভাগের নামে গেজেট অন্তর্ভূক্তিকরণ ও বনবিভাগের লোকজন কর্তৃক সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে শনিবার (৮ জুলাই) সকালে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। চামিয়াদী গ্রামের চামিয়াদী বাজারে ঘন্টা ব্যাপী ওই কর্মসূচি পালন করে গ্রামবাসী। এতে বক্তব্য রাখেন- সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ইছাহাক আলী,বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ আলী আকবর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ডাঃ আবুল কালাম আজাদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিছ আলী, আঃ জলিল (মেম্বার) স্থানীয় ব্যবসায়ী, কাদের কিবরিয়া, বিল্লাল হোসেন, মোঃ শাজাহান, আমিনুল ইসলাম, হোছেন আলী, মোঃ শরীফ তালুকদার,প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী,শদর আলী, আমিনুল ইসলাম, মোঃ আয়নাল হক, মোঃ আজিবর, মোঃ জুরন, নজরুল ইসলামসহ হাজার খানেক মানুষ ভূমি জটিলতা নিরসনের দাবিতে এ মানববন্ধনে অংশ নেয়। প্রতিবাদ সভায় গ্রামবাসী দাবি করে, সেটেলমেন্ট রেকর্ড হওয়ার পূর্বকাল হতে পুরুষানুক্রমে তারা ৪ হাজারের অধিক প্রজা সাধারণ ছোট বড় ৭ থেকে ৮শ টি বাড়ি-ঘর নির্মাণ করে বসবাস করছেন। গ্রামবাসী জানায়, জমিদারের নিকট থেকে কবুলিয়াতনামা ও পত্তনমূলে প্রজা সাধারণ এসএ রেকর্ডে মালিক হয়। এদিকে কিছু জমি প্রজা সাধারনের নামে পত্তন না থাকায় কালেক্টর বাহাদুরের নামে এসএ রেকর্ড ভূক্ত হয়ে ছিল। সে সমস্ত ভূমি পরবর্তীতে প্রজাদের মাঝে বৈধ কাগজপত্র মূলে বিতরণ করা হয়। কিন্তু সম্প্রতি উথুরা রেঞ্জের বন কর্মকর্তা চামিয়াদী গ্রামে এসে বাড়িঘর জায়গা জমির বিবরণ খাতায় তালিকাভুক্ত করেন এবং বনের দাবিকৃত জমি ছাড়িয়া দিতে হবে নতুবা বাড়িঘর ভাঙচুর ও মামলার দিবে বলে হুমকি দেয়া হয়। ইতোমধ্যে সেখানে বিভিন্ন জাতের উটলট সুফলা বৃক্ষের বনায়ন তান্ডব শুরু করেছে। বনবিভাগের কর্মকর্তা-কর্মচারিদের তৎপরতায় গ্রামবাসী তাদের যুগ যুগ ধরে ভোগ দখলীয় ভূসম্পদ ও বাড়িঘর হতে উচ্ছেদ আতঙ্ক ও হুমকির মুখে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে গ্ৰামবাসী । এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ শাহ আলম কিরণ।