ভালুকায় পূর্ব শত্রুতার জেরে আকাশমণি ও কাঁঠাল গাছের চারা কর্তনের অভিযোগ।
4, August, 2023, 3:49:41:PM
ভালুকা উপজেলা প্রতিনিধি।
ময়মনসিংহের ভালুকা উপজেলা উথুরা ইউনিয়নের ধলিকুড়ী গ্ৰামে পূর্ব শত্রুতার জেরে আকাশমণি ও কাঁঠাল গাছের চারা কর্তনের অভিযোগ উঠেছে প্রতিবেশী দেলোয়ার ও আনোয়ারা দম্পত্তির বিরুদ্ধে।
৩ (আগষ্ট) দুপুরে উপজেলার ধলিকুড়ী গ্ৰামে আব্দুল কাদের এর ১ বছর বয়সী ১৫ টি আকাশমনি ১ টি কাঁঠাল গাছের কেটে ফেলেছে প্রতিবেশী দেলোয়ার হোসেন ও তার স্ত্রী আনোয়ারা খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দেলোয়ার ও তার স্ত্রী তাদের নিজ বাড়ির পেছনে রাস্তার পাশে ঘটনা স্থলে কাজ করছিলো, এসময় তাদের আর এক প্রতিবেশী রফিকুল ইসলাম ও সিমা আক্তার তাদের কে দেখে ফেললে দেলোয়ার ও তার স্ত্রী আনোয়ারা দৌড়ে বাড়িতে চলে যায়।
ভুক্তভোগী আব্দুল কাদের বলেন, পূর্ব শত্রুতার জেরে দেলোয়ার ও তার স্ত্রী আমার এই ক্ষতি কেরেছে।
এঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেন অভিযোগ টি অস্বীকার করেন।
এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে দেলোয়ার হোসেন ও আনোয়ারা খাতুন কে আসামী কে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।