সোনারগাঁ উপজেলার দত্তপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই চির নিদ্রায় গেলেন বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় চিত্র নায়িকা পারভীন সুলতানা দিতি। দুপুর পৌনে ২টায় সোনারগাঁয়ের দত্তপাড়ার নিজ বাড়ির সামনের মসজিদের মাঠে শেষ জানাযা অনুষ্ঠিত হয়। দিতির মামা মাওলানা দেলোয়ার হোসেন জানাযার নামামের ইমামতি করেন। জানাযা শেষে বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে মা ও বাবার পাশেই তাকে দাফন করা হয়।
এ সময় দিতির আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে আজ সকালে বিএফডিসিতে অভিনেত্রী দিতির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তারপর তার মরদেহ সকাল ১১টায় নিজ বাড়িতে নেয়া হয়।
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে গতকাল রোববার বিকাল ৪টা ৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় অভিনেত্রী দিতি।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে ভক্তদের মনে।
নারায়ণগঞ্জের মেয়ে দিতি ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে অভিষেক হয়। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত "ডাক দিয়ে যাই"। কিন্তু সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল "আমিই ওস্তাদ"।
সুভাষ দত্ত পরিচালিত "স্বামী স্ত্রী" চলচ্চিত্রে অভিনয় করে দিতি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
জীবদ্দশায় প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন দিতি। পাশাপাশি অসংখ্য একক নাটক, টেলিছবি ও ধারাবাহিক নাটকে অভিনয় ও রান্না বিষয়ক অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন।