ফুলবাড়ীতে রিক্সা ভ্যান টেম্পুর স্ট্যান্ড না থাকায় জনদূর্ভোগ বেড়েছে ॥ মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে যত্রতত্রভাবে রিক্সা ভ্যান টেম্পুর স্ট্যান্ড গড়ে উঠায় দূর্ঘটনা বাড়ছে। পৌর কর্তৃপক্ষের ও উপজেলা প্রশাসনের কোন মাথাব্যাথ্যা নেই। ফুলবাড়ী পৌরসভা ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ক্রমান্বয়ে রাস্তা ঘাট বৃদ্ধি পাওয়ায় রিক্সা ভ্যান টেম্পুর কোন স্ট্যান্ড না থাকায় পৌর শহরের মূল রাস্তাগুলিতে স্ট্যান্ড গড়ে তুলেছে। ফলে জনদূর্ভোগ চরম ভাবে বেড়ে গেছে। বাড়ছে দূর্ঘটনা। স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও পথচারীরা রিক্সা ভ্যান টেম্পুর চলাচলের কারণে স্কুল কলেজে ও গন্তব্য স্থানে সময়মত পৌছতে পারছে না। পৌর শহরের যেখানে সেখানে লোড আনলোড করা হচ্ছে যানবাহন থেকে। এ দিকে শহরের কলেজ মোড়, নিমতলা মোড় কালীবাড়ি মোড় ও শহরের সিঙ্গার শো-রুমের সামনে সহ প্রায় ২০ থেকে ২৫টি স্থানে রিক্সা ভ্যান টেম্পু ব্যাটারি চালিত যান দাড় করে রেখে রাস্তায় যানজট করছেন। ফলে সাধারণ মানুষেরা নির্বিঘেœ যাতায়াত করতে পারছে না। এদিকে পৌর কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোন রিক্সা ভ্যানের স্ট্যান্ড উল্লেখ্য না করে দেওয়ায় যার যার ইচ্ছামত রিক্সা ভ্যান টেম্পু স্ট্যান্ড গড়ে তুলেছেন। ফুলবাড়ী উপজেলা প্রশাসনের দপ্তরে মাসিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা হলেও এসব বিষয়ে গুরত্ব দেওয়া হয় না। এতে মনে হয় শহরের কোন প্রশাসক নেই। নেই কোন প্রশাসন। যার ফলে মালিক বিহীন গড়ে উঠেছে ফুলবাড়ী পৌর শহর। কে ব্যবস্থা নিবে, কে দেখবে এই অবস্থা। এ ব্যাপারে স্থানীয় পৌর নাগরিকেরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।