আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি: রমজানকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রচুর পরিমান পেয়াঁজ আমদানি হচ্ছে,আর আমদানি বাড়ায় বন্দরে কমেছে পেয়াঁজের দাম। দুই দিনের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি কমেছে ২ থেকে ৩ টাকা। দুই দিন আগে বন্দরে ভারত থেকে আমদানি করা যে পেয়াঁজ বিক্রি হতো ১২ থেকে ১৬ টাকা আজ সেই পেয়াঁজ বিক্রি হচ্ছে ১০ থেকে ১৩ টাকা দরে।
দাম কমার কারন হিসেবে ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত গরম ও রমজান মাসকে সামনে রেখে পর্যাপ্ত আমদানি হওয়ায় দেশের বাজারে আমদানি করা পেয়াঁজের চাহিদা কমেছে আর যে কারনে প্রকারভেদে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে। হিলি কাষ্টমস সূত্রে জানা যায়,চলতি সপ্তাহের ৩ কর্ম দিবসে ভারতীয় ৯৯ ট্রাকে ৫শ মেট্রিক টন পেয়াঁজ আমদানি হয়েছে ভারত থেকে।