সাদিপুর ইউপি নির্বাচনে ৪,৫,৬ নং ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণের আবেদন পরাজিত প্রার্থী ডাঃ অজুফার
11, June, 2016, 2:23:13:AM
স্টাফ রিপোর্টারঃ সোনারগাঁয়ের সাদিপুর ইউপি নির্বাচনে ৪,৫,৬নং ওয়ার্ডের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গণনা বা ভোট গ্রহণের আবেদন জানিয়েছেন পরাজিত সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী ডাঃ অজুফা আক্তার। গত ০৮/০৬/১৬ তারিখে এ মর্মে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে লিখিত আবেদন করেন তিনি। আবেদনে উল্লেখ করা হয় যে, ২৮শে মে তারিখে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ডাঃ অজুফা আক্তার সূর্য্যমুখী ফুল মার্কায় সংরক্ষিত আসনের মহিলা মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহণ করে। ভোটের দিন উক্ত ৬নং ওয়ার্ডের গজারিয়া পাড়া স. প্রা. বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রতিপক্ষ তাল গাছ মার্কার সন্ত্রাসীরা ব্যালট বাক্স লুট করে ভোট কেন্দ্রের সামনের মাঠে তা ভাংচুর করে এবং সূর্য্যমুখী ফুল মার্কায় ভোট দেয়া অসংখ্য ব্যালট পেপার ছিড়ে ফেলে। তদ্রুপ ৫নং ওয়ার্ডে আমগাঁও-বড়গাঁও স. প্রা. বিদ্যালয়েও সুষ্ঠুভাবে ভোট দিতে দেয়া হয়নি। সেখানে সূর্য্যমুখী ফুল মার্কার এজেন্টদের বের করে দিয়ে তালগাছ মার্কার সন্ত্রাসীরা ককটেল ও বোমা ফাঁটিয়ে কেন্দ্র দখল করে অসংখ্য জাল ভোট দেয়। তাই উক্ত কেন্দ্র ২টিতে পুনরায় ভোট গণনা বা ভোট গ্রহণের আবেদন জানিয়েছেন ডাঃ অজুফা। এমনকি প্রতিপক্ষ তালগাছ প্রতীকের প্রার্থী রাশিদা বেগমের স্বামী কবির মিয়া ডাঃ অজুফাকে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ আনা হয়। তাছাড়া এ বিষয়গুলো সোনারগাঁও উপজেলা নির্বাহি অফিসার ও সাদিপুর ইউনিয়ন পরিষদ রিটার্নিং অফিসারের নিকট লিখিত আকারে জানানো হয়েছে এবং আবেদনের সাথে অনেকগুলো সূর্য্যমুখী ফুল মার্কায় ভোট দেয়া ছেড়া ব্যালট পেপারের অংশও সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেও সন্ত্রাসীদের দ্বারা কেন্দ্র দখল ও জাল ভোটের দাবানলে পুড়ে গেল অজুফার বিজয় এমনটাই মনে করেন অত্র ইউপি’র সাধারণ ভোটাররা।