দৈনিক নতুন বাজার ৭১ ডট কম এর সম্পাদক ওপ্রকামক এম এ মান্নার সাহেবের চাচাত ভাই মোঃ মোজাম্মেল হক, নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি একজন সত মানুষ ছিলেন, তিনি নামাজ পরতেন, আমাদের জানা মতে দেখিনাই নামাজ কাজা করতে,রাতে কোন দিন তিনি ঘুমান নাই,রাতে সব সময় তিনি কোরান শরীফ পরতেন, জিকির করতেন, মসজিদে সব সময় পথম কতারে নামাজ আদায় করতেন সব সময়, জীবনে কারো সাথে কোন দিন ঝগড়া বিবাদ করেন নাই।জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।