সিরাজ শাহ্’র আস্তানা থেকে মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
5, May, 2020, 10:17:56:PM
কালাম সিরাজঃ সারা বাংলাদেশে চলছে করোনা ভাইরাসকে র্নিমুল করতে দীর্ঘ প্রায় দুই মাস ধরে লকডাউন। এই সংকট ময় সময়ে এগিয়ে আসছে দেশের বিভিন্ন ফাউডেশন, মানব কল্যান সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান। গরীব দুঃখি, অসহায় ও কর্মহীন মানুষের পাশে। নারায়ণগঞ্জ জেলার বন্দরে অবস্থিত কাদ্রিয়া ভান্ডার সিরাজ শাহ্’র আস্তানা। এই কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ্’র আস্তানায়ও চলছে রমজান মাসব্যাপী গরীব, দুঃখী, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। কাদ্রিয়া ভান্ডার সিরাজ শাহ্’র আস্তানায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শত শত গরীব, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করছে। প্রতি বৎসরের ন্যায় এবারো কাদ্রিয়া ভান্ডার সিরাজ শাহ্’র আস্তানায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ পযর্ন্ত ১০,০০০ হাজারেরও বেশী গরীব, দুঃখী, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছে।