তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার সন্ধান মিলেছে জানালেও সংবাদ সম্মেলনে তাকে হাজির করেনি পরিবার। তার এখন বিশ্রামের প্রয়োজন বলেও জানিয়েছে স্বজনেরা।
সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলেও সংবাদ সম্মেলনে পরিবার তার খোঁজ পাওয়ার বিষয়ে বিস্তারিত জানায়নি। এমনকি কোনো আইন-শৃঙ্খলাবাহিনী তাকে খুঁজে পেয়েছে সে বিষয়েও কিছু জানায়নি তারা।
এর আগে বুধবার সকালে পরিবার জানিয়েছিল, জোহাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির পর তিনি আইসিটির বিভাগের নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন গণমাধ্যমে মতামত দেন। ১৬ মার্চ রাতে নিখোঁজ হন তিনি।