চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। রোববার ভোর সোয়া ৬টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের তিতাবটগাছ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর সোয়া ৬টার দিকে তিতাবটগাছ নামক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী মালবাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশার যাত্রী মা ও ছেলেসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।
জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার উল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
নিহত ব্যক্তিরা ঢাকা থেকে বাসযোগে মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় নেমে সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।