রাঙামাটির লংগদুতে গলায় ফাঁস দিয়ে দুই স্কুলছাত্রীর আত্মহত্যা।।
9, March, 2016, 2:22:5:AM
নতুনবাজার৭১ডটকম প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদুতে দুই স্কুলছাত্রী একসাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুর দুইটায় উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের ১০ নম্বর রাঙাপানিছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়না আক্তার (১৩) ও নুরবানু (১২)। তাদের আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, ১০ নম্বর রাঙাপানিছড়া গ্রামের নুরু মিয়ার মেয়ে নুরবানু (১২) ও হযরত আলীর মেয়ে ময়না আক্তার (১৩) -দুজনই চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। প্রতিবেশি এই দুই ছাত্রী দুপুর দেড়টায় স্কুলের টিফিন ছুটির সময় একসাথে ঘরে আসে এবং কিছুক্ষন পর ঘর থেকে দুজনই একসাথে বেরিয়ে যায়। বাড়ির দেড়শ গজ দূরে একটি আম গাছের ডালের সাথে নিজ নিজ ওড়না বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দুই ছাত্রীর পরিবারের সদস্যরা পরে তাদের খোঁজ নিতে গিয়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ দেখতে পান। চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুল ইসলাম জানান, "ময়না আক্তার ও নুরবানু আজকে স্কুলে এসেছিল। তাদের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। তারা দুজন এক সাথে আসা যাওয়া করে। কেন আত্মহত্যা করলো -এটা আমার বুঝে আসছে না।" চাইল্যাতলী ওয়ার্ড মেম্বার শেখ ফরিদ জানান, "এরা কিশোরী। কোনো ভালো-মন্দ বুঝতে শেখেনি। তাদের ব্যাপারে কোনো কথাও কখনও শুনিনি। কী কারণে আত্মহত্যা করতে পারে জানতে পারিনি।"
লংগদু থানা মো. জাফর জানান,"এ ঘটনার তদন্ত করা হচ্ছে,তদন্ত শেষে সবকিছু বলতে পারব।" এদিকে দুই আত্মহত্যার খবর পেয়ে এলাকার শত শত লোক ও সহপাঠীরা তাদের শেষবারের মতো দেখতে ভিড় জমায়। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।