চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল খালেদ ইকবাল
12, February, 2016, 1:27:12:AM
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নতুন চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন নৌ বাহিনীর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল।
বুধবার তাঁর চাকরি নৌ বাহিনী থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করার বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ১৮ ফেব্রুয়ারি বন্দরের চেয়ারম্যান হিসেবে তাঁর যোগদানের কথা রয়েছে।
এরআগে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাটির কমান্ডিং অফিসার (ব্যাটেলিয়ন) হিসেবে চট্টগ্রামে কর্মরত ছিলেন রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল।
গত ২০ জানুয়ারি রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ পদোন্নতি পেয়ে ভাইস এডমিরাল হিসেবে নৌবাহিনীর প্রধান পদে নিয়োগ পান। এরপর ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শেষে নৌ বাহিনীতে যোগদান করলে বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) কমডোর জুলফিকার আজিজ।