চট্টগ্রাম: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ইমরান হাওলাদার (২৮) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। মহানগরীর ইপিজেড মোড়ে আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কন্টেইনার মুভারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরানের গ্রামের বাড়ি বরিশালের বাউফল থানায়। এ সময় শাহাবুদ্দিন (২৫) নামে অপর এক শ্রমিক আহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে দুই পোশাকশ্রমিক ফ্যাক্টরি থেকে বের হয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় সিইপিজেডের গেটে একটি কন্টেইনার মুভারের ধাক্কায় সাইকেলটি রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলে মারা যান সাইকেলের পেছনে বসা ইমরান হাওলাদার। গুরুতর আহত হন তার সহকর্মী সাহাবুদ্দিন। তারা দুজন ইপিজেড প্যাসিফিক জিন্স গ্র“পের ইউনিভার্সেল জিন্স কারখানার শ্রমিক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা পঙ্কজ বড়–য়া জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক ইমরান হাওলাদারকে মৃত ঘোষণা করেন। আহত শাহাবুদ্দিনকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পুলিশ কন্টেইনার মুভারটি জব্দ করেছে।