আমাদের সময়ের মায়েরা বাল্যকালে আমাদের যেভাবে লালন পালন করেছেন
2, September, 2023, 10:37:13:AM
মোঃ নওয়াব ভূঁইয়া
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
লেখকঃ
মোঃ আনোয়ার হোসেন দেওয়ান।
আমাদের সময়ের মায়েরা কেমন ছিলেন তা এতটুকুন আয়োজনে শেষ করা যাবেনা। তবে আমি যা দেখেছি আমার এই ছোট্ট জীবনে তা লিখছি। বাবারা বেশির ভাগ কৃষি কাজ করতেন। কৃষি কাজ বেশ খাটা খাটুনির কাজ। খুব সকালে পান্তা ভাত, পোড়া মরিচ আর পেঁয়াজ দিয়ে তাদের প্রাতঃরাশ হয়ে যেত। লাঙল, বলদ নিয়ে বাবারা চলে যেতেন মাঠে। আর মায়েরা দুপুর বেলা অবধি পরিবারের রান্না বান্না শেষ করে, গৃহস্থালি অন্যান্য কাজ শেষ করে, বলদ- গাইয়ের জন্য খাবার যেমন খড় কাটা, জাউ ইত্যাদি রান্না করে পড়ন্ত বিকেলে গোসল করতে যেতেন। এদিকে তাদের স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের জন্য যতটা সম্ভব সাহায্য করতেন; খাবার রেডি করে দেওয়া,ড্রেস গুছিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি। সারাদিন যেন কাজ আর কাজ; এতটুকু ফুসরত নেই। স্কুল পডুয়া ছেলেমেয়েরা স্কুল থেকে এসে বাবা মায়ের কাজে সাহায্য করত । আর অবস্থা সম্পন্ন পরিবারের ছেলে মেয়েরা খেলাধূলা করতে বেড়িয়ে যেত। ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাপারে তাদের অতো টেনশন বা পীড়াপীড়ি ছিল না। সন্ধ্যা হলে প্রতিযোগিতা হতো কে কত জোরে বিদ্যালয়ের পাঠ পড়ে আত্মস্ত করবে।
মায়েরা দিনের সমস্ত ঝক্কি-ঝামেলা চুকিয়ে সন্ধ্যায় শীতল পাটি বিছিয়ে একটু বিশ্রাম নিতেন। সন্তানেরা পাশে বসে কোরাসে পড়ছে তো পড়ছেই । মা ক্লান্তি নাশ করতে অনেক সময় ঘুমিয়ে পড়তেন। অনেক মা সন্তানের পাশে বসে তাসবিহ জপতেন আর নফল নামাজে ব্যস্ত থাকতেন। ঐসব মায়েদের সন্তানদের অনেকেই আজ প্রতিষ্ঠিত কর্মকর্তা, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী-শিল্পপতি হয়েছেন । এখনকার মায়েদের মতো তখনকার মায়েদের বাচ্চাকে শিক্ষিvত করতে এত এত কৃত্রিম ব্যবস্থা নিতে হয়নি।