দেশের প্রথম বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উদ্বোধন চট্টগ্রামে
30, January, 2016, 5:53:11:PM
চট্টগ্রাম প্রতিনিধি:
ঢাকা: বন্দরনগরী চট্টগ্রামে দেশের প্রথম বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন, দেশের চট্টগ্রাম চেম্বারের নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার বিকালে ৩টায় চট্টগ্রামের আগ্রাবাদ এই ট্রেড সেন্টারের উদ্বোধন করেন। উল্লেখ্য, চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি দেশের প্রথম ও একমাত্র বাণিজ্য কেন্দ্র। ২১তলা বিশিষ্ট বিশাল অট্টালিকা। ২০০৬ সালে নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৫ সালে শেষ হয়। চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নিজস্ব অর্থায়নে নির্মিত দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী ও বিশ্বমানের সব সুবিধাস¤পন্ন ২৪ তলা বিশিষ্ট এ সেন্টারের নির্মাণ ব্যয় প্রায় ১৫০ কোটি টাকা।