রাঙামাটি শহরের সুখীনীলগঞ্জ পুলিশ লাইন ব্যারাকে এক পুলিশ কনষ্টেবলের অসতর্কতার কারণে প্রাণ গেল আরেক পুলিশ কনষ্টেবলের। শনিবার সকালের দিকে এঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম পূর্ণ বড়ুয়া (২০)। তার পিতার নাম শেখর বড়ুয়া, গ্রামের বাড়ী পূর্ব গুজরা, রাউজান, চট্টগ্রাম। একই ব্যারাকে কর্তব্যরত পূর্ণ বড়ুয়াকে কনষ্টেবল সৌরভ বড়ুয়া (২০)ডিউটির জন্য ডাকতে যায়। তখন অসতর্কতার কারণে সৌরভ বড়ুয়ার চাইনিজ রাইফেল থেকে গুলি বের হয়ে ঘটনাস্থলেই পূর্ণ বড়ুয়ার মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে। সৌরভ বড়ুয়া ও পূর্ণ বড়ুয়া গত ১৩ নভেম্বর ২০১৫ তারিখ কনষ্টেবল পদে চাকুরিতে যোগদান করেন ৷ পুলিশ কনষ্টেবল পূর্ণ বড়ুয়ার মৃত্যু বিষয়ে সহকারী পুলিশ সুপার (রাঙামাটি সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল জানান,ডিউটি শেষে রাইফেল থেকে গুলি অপসারণ করার সময় অসতর্কতার কারণে কনষ্টেবল সৌরভ বড়ুয়ার রাইফেল থেকে গুলি বের হয়ে যায়। এতে কনষ্টেবল পূর্ণ বড়ুয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মার যান।