চট্টগ্রামে ১২ বছরের এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর হাজারী লেন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে এসে বুলবুলিকে খুঁজে পাচ্ছিলেন না তার গৃহকর্তা। এ সময় হঠাৎ বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের ৫ তলা থেকে তাকে লাফিয়ে নিচে পড়তে দেখেন এলাকাবাসী।
পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় বুলবুলিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ঠিক কি কারণে সে লাফিয়ে পড়েছে সে ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু জানাতে পারেনি।