চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে জান্নাতুল ফেরদৌস পপি (২৩) নামে এক গৃহবধূকে খুন করেছে তাঁর পাষণ্ড স্বামী দিদারুল আলম (৩৫)। ঘটনার পরে পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আকবর শাহ্ মাজারের পেছনে কলোনীর একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ জান্নাতুল ফেরদৌস পপির বাড়ি কুমিল্লা জেলার মিয়া বাজার এলাকায় বলে জানা গেছে। স্বামী দিদারুল আলম দেওয়ানহাটের বাসিন্দা। তিনি পেশায় একজন রিকশা চালক।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি বশির আহমদ বলেন, "পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ পপির মাথায় রড় দিয়ে আঘাত করে তাঁর স্বামী। এতে ঘটনাস্থলেই পপির মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক স্বামী দিদারুল আলমকে (২৭) আটক করা হয়েছে।"
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।