চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোনো সদস্যের বাড়াবাড়ি সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করে কমিশনার আবদুল জলিল মন্ডল সদস্যদের উদ্দেশে বলেছেন, আপনারা শুধু মানুষ নন আপনারা পুলিশ মানুষ।তাই কাজকর্মে আপনাদের অন্যদের থেকে আলাদা হতে হবে। সিএমপিতে মানুষের ওপর পুলিশের কোনো অন্যায় আমি বরদাশত করবো না। দেশে সাম্প্রতিককালে পুলিশের বিভিন্ন নেতিবাচক ঘটনার বিষয়ে সতর্ক থাকার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে শুক্রবার রাত নয়টায় বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার এসব কথা বলেন।নগরীর দামপাড়ার পুলিশ লাইন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নগর পুলিশের বিভিন্ন এলাকার উপ-কমিশনার এবং বেশিরভাগ থানার ওসিসহ প্রায় আটশ সদস্য উপস্থিত ছিলেন। সিএমপি কমিশনার জলিল মন্ডল বলেন, পুলিশের জ্ঞাতার্থে বলছি, আপনাদের ক্ষমতা সীমিত ও আইনানুগ। লাঠি-বন্দুক উঁচু করবেন না। এটা কখনও কাম্য নয়। মাটির সাথে মিশে গিয়ে মানুষকে সেবা দিতে হবে।এই সেবা দেওয়ার কাজ করলে জনগণের মধ্যেই অনেক বন্ধু পেয়ে যাবেন। সিএমপিতে খারাপের কোনো স্থান নেই। আমাদের নজরদারি সবখানে আছে। শুধু আমাদের নয়, মিডিয়ার চোখও পুলিশের ওপর আছে। সিএমপি কমিশনার বলেন, আপনারা যদি মনে করেন চাকরি করি, বেতন পাই। এই ধরণের মানসিকতা নিয়ে পুলিশে কাজ করা যাবেনা। সেবার মনোভাব নিয়েই সকললে কাজ করতে হবে। মনে রাখতে হবে আপনারা প্রথমে একজন মানুষ তারপর পুলিশ। সেকারণে আগে মানবিক হতে হবে, তারপর পুলিশ হিসেবে আচরণ করতে হবে। সিএমপির সকল পুলিশ সদস্যদের সর্তক করে দিয়ে আব্দুল জলিল মন্ডল বলেন, পুলিশের সাম্প্রতিক কর্মকান্ড নিয়ে টিভিতে, পেপারে নানা নেতিবাচক খবর বের হচ্ছে। পুলিশের জন্মই সেবার জন্য, মানুষকে অত্যাচার করার জন্য নয়। আপনাদের সেবা দিয়েই সেটি প্রমাণ করতে হবে। পেট্রোল ডিউটির সময় সন্দেহভাজন কাউকে তল্লাশি করার সময় যাতে অহেতুক কেউ হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। চোর-ডাকাত ধরতে গিয়ে যাতে নিরীহ কেউ চোর ডাকাত বনে না যায় সেদিকে বিশেষ নজর দিতে হবে।