খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ: চট্টগ্রাম মহানগর
4, February, 2016, 12:36:58:PM
চট্টগ্রাম প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। গতকাল বুধবার বিকেলে নগরীর জামিয়াতুল ফালা মসজিদের সামনে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতা বেলায়েত হোসেন বুলু। এ সময় বক্তারা চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে চলমান সরকারবিরোধী আন্দোলন স্তব্ধ করা যাবে না বলে উল্লেখ করেন। বিক্ষোভ শেষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।