বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে নিহত ৩,আহত ২৫
5, April, 2016, 1:56:28:AM
নতুনবাজার৭১ডটকম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারায় এস আলম গ্রুপের কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে এবং নিহত হয়েছে অন্তত ৩ জন।
সোমবার বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়রা অভিযোগ করেছে সংঘর্ষকালে পুলিশ গুলি করলে ৩ জন নিহত হয়।
পুলিশের গুলিতে নিহতরা হলেন- দুই ভাই মর্তুজা আলী (৫২) ও আঙ্গুর আলী (৪৫) এবং জাকের আহমেদ (৩৫)। ঘটনার সত্যতা স্বীকার করেছেন বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালীর গন্ডামারায় প্রায় ৬০০ একর জমিতে এক হাজার ২২৪ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে এস আলম গ্রুপ।
এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন স্থানীয়রা। তারা সোমবার গন্ডামারা এলাকায় সমাবেশ কর্মসূচি দিলে সেখানে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
পুলিশ জানিয়েছে, এলাকাবাসী পুলিশের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল বের করলে পুলিশ এতে বাধা দেয়। এতে বেশ কয়েকজন এলাকাবাসী আহত হয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) একেএম হাফিজ আক্তার জানান, গন্ডামারা এলাকায় এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে পক্ষে-বিপক্ষে বিরোধ চলে আসছিল।
সোমবার বিদ্যুৎকেন্দ্রের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি সমাবেশ আয়োজন করলে পুলিশ ১৪৪ ধারা জারি করে। বিকেল সোয়া ৪টার দিকে এলাকাবাসী ১৪৪ ধারা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় ব্যাপক সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, পুলিশ সমাবেশে বাধা দিয়ে এক পর্যায়ে গুলি ছুঁড়ে। এতে বেশ কয়েকজন হতাহত হয়।