লাউয়ের বাম্পার ফলন কাউনিয়ায় বিষমুক্ত লাউ চাষ করে বাদশা মিয়া প্রকৃত বাদশা
27, February, 2023, 10:30:33:PM
সারওয়ার আলম মুকুল,
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ
বিষমুক্ত লাউ চাষে সফলতা পেয়েছেন রংপুরের কাউনিয়া উপজেলার শ্যামপুর গ্রামের বাদশা মিয়া। তার লাউ চাষে বাম্পার ফলনে সফলতা দেখে এলাকার অনেকই বলছেন বিষমুক্ত লাউ চাষ করে বাদশা মিয়া এখন প্রকৃত বাদশা।
সরেজমিনে মীরবাগ শ্যমপুর গ্রামে বাদশা মিয়ার লাউ বাগানে গিয়ে দেখা গেছে, সবুজ লাউয়ের লতায় ছেয়ে গেছে পুরো ক্ষেত। লতাজুড়ে সবুজ পাতার ফাঁকে ধরেছে লাউ। কোনো কোনো লতায় ফুল আর নতুন কুঁড়ি গজাচ্ছে। এই লাউ চাষে ভাগ্য বদলে গেছে বাদশা মিয়ার। মাচায় লাউ চাষ কওে এলাকার মানুষ কে তাক লাগিয়ে দিয়েছেন বাদশা মিয়া। লাউ বাগানে কথা হয় বাদশা মিয়ার সাথে, তিনি জানান কৃষি বিভাগের সহযোগিতা ছারা ২৫ শতক জমিতে লাউ চাষ করেন। প্রায় ২৭ হাজার টাকা খরচ করে দ্বিগুণ লাভবান করেছেন তিনি। আরো লাভের আশা রয়েছে। লাউয়ের পাশাপাশি তিনি ওই জমিতে চালকুমড়া, এবং অন্য জমিতে বেগুন চাষ করেছেন। তার লাউ ক্ষেতে মাচার নিচে ঝুলছে ছোট বড় শতশত লাউ। দেখলে চোখ জুড়িয়ে যায়। প্রতিটি লাউ ২০ থেকে ২৫ টাকা করে প্রায় ৬০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। বিষমুক্ত লাউ চাষের কারণে বাজারে তার লাউয়ের ব্যাপক চাহিদা রয়েছে। তিনি জানান, কম শ্রম, অল্প পুঁজি ও সীমিত জমিতে লাউ চাষে অধিক ফলন পাওয়া সম্ভব। লাউ চাষে তিনি কোনো ধরণের রাসায়নিক সার ও কিটনাশক প্রয়োগ করেননি। আগামীতে লাউয়ের পাশাপাশি বিষমুক্ত ও নিরাপদ অন্যান্য সবজি চাষ করতে চান তিনি। কৃষি বিভাগ সূত্রে জানাগেছে উপজেলায় সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৬৫ হেক্টর, অর্জন হয়েছে ৫৭০ হেক্টর জমিতে। লাউ চাষ হয়েছে ৪০ হেক্টর জমিতে। ডাঃ খন্দকার মমিনুল ইসলাম জানান, লাউয়ের মধ্যে বিভিন্ন ধরণের ভিটামিন যেমন- সোডিয়াম, পটাসিয়াম, ভিটামিন সি ও ফাইবার রয়েছে। লাউ সুগার ফ্রি, যা ডায়াবেটিস রোগীদের জন্য একটি উপকারী সবজি। লাউয়ে পানি থাকে বিধায় খেলে শরীর ঠান্ডা থাকে। উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন জানান, আবহাওয়া অনুকুলে থাকায় এবার লাউ সহ বিভিন্ন সবজির বাম্পার ফলন হয়েছে। লাউয়ের চাহিদা থাকায় চাষিরা বেশ লাভবান হচ্ছেন। লাউ চাষ অল্প খরচে অধিক লাভজনক বলে কৃষকরা লাউ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। সবুজ ক্ষেত জুড়ে শুধু লাউ আর লাউ। চলতি মৌসুমে লাউ চাষে করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন বাদশা মিয়া। তার এই সফলতা দেখে অনেকেই লাউ চাষে আগ্রহী হবে। লাউ চাষের ব্যাপারে কৃষি বিভাগ কৃষকদের বিভিন্ন উপায়ে সহযোগিতা করে যাচ্ছে। কৃষকরা লাউ চাষের ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সহযোগিতা করবো।