কাউনিয়ায় বোরো ধানের বাম্পার ফলন, বর্তমান দামে হতাশ কৃষক
29, April, 2023, 10:13:9:PM
সারওয়ার আলম মুকুল,
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ
গ্রামে গ্রামে পড়ে গেছে ধান কাটার ধুম, দিনরাত ব্যস্ত সবাই চোখে নেই ঘুম, ধানের সুভাস ভাসে বাতাসে বাতাসে, নতুন নবান্ন এলা যে বাংলাদেশে। কাউনিয়ায় বিভিন্ন গ্রামে বোরো মৌসুমে চারিদিকে সোনালী ধানের সমারহ, যতোদুর দুচোখ যায় সোনালী ধানের দোল। ধান কাটা নিয়ে দিন রাত ব্যস্ত সময় পার করছেন কৃষক। সোনালী ধান গোলায় তুলতে স্বপ্ন তাদের।
সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখে গেছে দিগন্ত মাঠ জুড়ে সোনালী রংয়ের ঝিলিক, শীষ বাতাসে যখন দোল খায় কি অপুরূপ দৃশ্যের সৃষ্টি হয়। কৃষক-কৃষাণীর মনে ফসলের অবস্থা দেখে আনন্দের ঢেউ লেগেছে। প্রকৃতি বৈরী না হলে কয়েক দিনের মধ্যেই কৃষকের গোলায় উঠবে সোনালী ধান। কাউনিয়ায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও ধাম পাওয়া নিয়ে সংকায় রয়েছে কৃষক। কথা হয় নিজপাড়া গ্রামের কৃষক প্রহলাদ চন্দ্রের সাথে তিনি জানান বোরো ধানের ভালো ফলন হয়েছে, তবে বর্তমানে ধানের বাজার মূর্য নিয়ে হতাশ তিনি। রাজিব গ্রামের কৃষক সোহরাব হোসেন জানান ধানের অবস্থা ভাল, প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে বাম্পার ফলন হবে ইনশাআল্লাহ। কিন্তু ধান আবাদ করতে যে পরিমান টাকা খরচ হয়েছে ধান বিক্রি করে তা উঠবে কি না তা নিয়ে শংকায় রয়েছেন। গদাই গ্রামের কৃষক আলামিনসহ আরো অনেকেই জানান এখন পর্যন্ত আবাদের অবস্থা আলহামদুল্লিলাহ ভালো। তবে আমারা প্রান্তিক চাষিরা মৌসুমে ধানের ন্যায্য মূর্য পাই না, বর্তমানে ধান ৯০০ থেকে ৯৩০ টাকা মন দওে বিক্রি হচ্ছে, এতে করে তাদের খরচ উঠবে না। প্রান্তিক চাষিদের জন্য ধানের মূল্যেবৃদ্ধিও ব্যবস্থার দাবী তাদের। কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন জানান উপজেলায় হাইব্রীড ও উপশি জাতের ৭৫৯২ হেক্টর জমিতে বোরো রোপনের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে, তন্মধ্যে অর্জন হয়েছে ৭৬০৫ হেক্টর। এবার ফলনও ভাল হয়েছে। ইতিমধ্যে আগাম জাতের ধান সহ প্রায় ৭০ ভাগ ধানা কাটা শেষ হয়েছে। কয়েক দিনের মধ্যে অন্য সকল ধানই কাটাও শেষ হবে। সার্বিক ভাবে কাউনিয়ায় চলতি বোরো মৌসমে বাম্পার ফলন হওয়ায় কৃষকের মূখে হাসি ফুটলেও দাম নিয়ে সংকায় রয়েছে। পান্তিক কৃষক উৎপাদন খরচ অনুপাতে ধানের দাম বৃদ্ধির দাবী জানিয়েছে।