ফুলবাড়ীতে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক কৃষক সমাবেশ ও প্রদর্শণী অনুষ্ঠিত
10, May, 2023, 7:17:38:PM
মোঃ আফজাল হোসেন,
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক কৃষক সমাবেশ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার দুপুর ১২টায় বেসরকারী সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার আলাদীপুর ইউনিয়নে দিনব্যাপি বাসুদেবপুর গ্রামে কৃষক সমাবেশ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শণী অনুষ্ঠিত হয়। প্রদর্শণীতে বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।
কৃষক সমাবেশে গ্রাম বিকাশ কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন এর সভাপতিতে¦ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সিনিয়র উপ-ব্যাবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সিনিয়র মহা-ব্যাবস্থাপক মুহাম্মদ হাসান খালেদ,খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন কৃষি যন্ত্র উদ্ভাবক কৃষক ডা.অনোয়ার হোসেন, গ্রাম বিকাশ কেন্দ্রের এরিয়া ম্যানেজার মোল্লা রসিকুর রহমান,মাইক্রো ফাইনান্স পরিচালক অসিম রাউত, সহকারী পরিচালক রেজাউল আহসান প্রমুখ। কৃষক সমাবেশ শেষে আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শণী পরিদর্শন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।