ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ, পাট বীজ ও সার বিতরণের উদ্বোধন
23, March, 2023, 9:01:2:PM
মোঃ আফজাল হোসেন,
দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী উপজেলা চত্তরে প্রান্তিক কৃষকদের মাঝে আউস ধানের বীজ,পাট বীজ ও সার বিতরণ উদ্বোধন । গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্তরে কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের সভাপত্বিতে
বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তবো রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তবো রাখেন ফুলবাড়ী উপজেলার চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন । অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক উপজেলা কৃষি অফিসার মোছাঃ রুম্মান আক্তার, উপজেলার সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, কাজিহাল উইপি চেয়াম্যান মোঃ মানিক রতন, দৌলতপুর উইপির চেয়াম্যান মোঃ সাইফুল ইসলাম, খয়েরবাড়ীর উইপি চেয়ারম্যান মোঃ এনামুল হক। এছাড়া উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী ও সংবাদ কর্মী উপস্থিত ছিলেন । পনেরো শত কৃষক কে আউস ধান ও সার এবং দুইশত প াশ জনকে পাটের বীজ বিতরণ করেন ।