পুনরায় ময়নাতদন্তের জন্য সোহাগী জাহান তনুর লাশ কবর থেকে তোলা হয়েছে। বুধবার কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের কবর থেকে তনুর লাশ তোলা হয়। তাঁর লাশ কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে তনুর লাশ উত্তোলন শুরু হয়। দুপুর পৌনে ১২টার দিকে লাশ উত্তোলনের প্রক্রিয়া শেষ হয়। এরপর লাশের সুরতহাল করা হয়।
লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. শাহ আবিদ হোসেন, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম লুতফুন নাহার, সিআইডির কুমিল্লার বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম খান, সিআইডির সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (ফরেনসিক-আলামত শাখা) আবদুস সালাম, তনুর বাবা মো. ইয়ার হোসেন প্রমুখ।
নির্বাহী হাকিম লুতফুন নাহার বলেন, "আদালতের নির্দেশে অধিকতর তদন্তের জন্য আমরা তনুর লাশ কবর থেকে উত্তোলন করেছি। দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে একই কবরে তাঁর লাশ দাফন করা হবে।"
তনুর লাশ কবর থেকে তোলার জন্য গত সোমবার পুলিশ আদালত থেকে অনুমতি পায়। সে অনুযায়ী আজ তাঁর লাশ উত্তোলন করা হলো।