আমাদের দেশে ধর্ষণ ক্রমশ সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। গোটা দেশেই ধর্ষিতা হচ্ছেন মেয়েরা। কিন্তু জানেন কি, যে এই পৃথিবীতে এমন দেশও রয়েছে, যেখানে মেয়েদের থেকে অনেক বেশি ধর্ষিত হতে হয় ছেলেদের! না, তেমন কোনও খটমট নাম না সেদেশের। আপনি শোনেননি তেমনও নয়। আমেরিকাতেই এরকম। সেখানে মেয়েদের থেকে অনেক বেশি ধর্ষিত হতে হয় ছেলেদের। এর কারণ, সে দেশের জেলের পদ্ধতি। জেলের মধ্যে বা সামাজিক ক্ষেত্রেও সে দেশে সমকামিতাও যে বেশি। তাই যে সমস্ত পুরুষরা অপরাধ করে জেলে যায়, তাদের জেলের মধ্যেও ধর্ষণ করা হয় বহু ক্ষেত্রে। আর এই সংখ্যাগুলো যোগ করে দেখা যাচ্ছে, প্রতিবছরই আমেরিকাতে মেয়েদের থেকে অনেক বেশি ধর্ষিত হতে হয় ছেলেদের। বুঝুন কাণ্ড!