চেয়ারম্যান পদে মাকসুদ জয়ী হওয়ায় মুসাপুরের ৬২টি মসজিদে শোকরানা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
11, June, 2016, 2:05:46:AM
স্টাফ রিপোর্টার : সদ্য অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব মাকসুদ হোসেন বিপুল ভোটের ব্যবধানে পূণরায় নির্বাচিত হওয়ায় শুক্রবার বাদ জুম্মা ইউনিয়নের ৬২টি মসজিদে শোকরানা মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। সবক’টি মসজিদে একযোগে আয়োজিত দোয়ার মাহফিলে মুসল্লীরা নবাগত চেয়ারম্যান মাকসুদ হোসেনের সুস্বাস্থ্য দীর্ঘায়ূ ও সফলতা কামনা করেন। একই সাথে মুসাপুর ইউনিয়নের উন্নয়নে তার সুমত-সুচিন্তা যাতে আল্লাহ তায়ালা যেন তাকে তওফিক দান করেন সেই প্রত্যাশা করা হয়। পরিশেষে স্ব স্ব মসজিদের উপস্থিত মুসল্লীদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়। এর আগে ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও বিশিষ্ট গণ্যমান্য ব্যাক্তিবর্গ তাকে ফুলেল অভ্যর্থণা জ্ঞাপন করে।