দারিদ্র ও অসহায় মানুষের পক্ষে সামাজিক সেবা সংগঠনের পক্ষ থেকে মদনপুর ও ধামগড় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শুভেচ্ছা
11, June, 2016, 2:15:35:AM
ষ্টাফ রিপোর্টার:- দারিদ্র ও অসহায় মানুষের পক্ষে সামাজিক সেবা সংগঠনের পক্ষ থেকে মদনপুর ও ধামগড় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গত ৪ঠা জুন ইউনিয়ন পরিষদের নির্বাচনে নারায়নগঞ্জ বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পূনরায় বিপুল ভোটে নির্বাচিত হওয়া আলহাজ্ব এম সালাম ও ধামগড় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহমেদ কে, শ্রীরামপুর গ্রামে প্রতিষ্ঠিত দারিদ্র ও অসহায় মানুষের পক্ষে সামাজিক সেবা সংগঠনের পক্ষ থেকে গতকাল রাতে সংগঠনের কার্যালয়ে সংগঠন কতৃক আয়োজিত এক সভায় সংগঠনের সভাপতি সাংবাদিক মো. আলমগীর ভূঁইয়া ও সাধারন সম্পাদক মো. ওসমান ভূঁইয়া (হৃদয়) সহ সংগঠনের সকল সদস্যগন আন্তরিক শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে সংগঠনের সভাপতি আলমগীর ভূঁইয়া বক্তব্যেকালে বলেন, আমি মদনপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম ও ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদের দীর্ঘায়ু কামনা করছি। আমি তাদের সফলতা কামনা করি এবং আমি দোয়া করি তারা যেন ইউনিয়ন বাসীর সেবা করতে পারে। এ সময় তিনি আরও বলেন, যোগ্যব্যক্তি আলহাজ্ব এম এ সালাম ও আলহাজ্ব মাসুম আহমেদকে নির্বাচিত করায়, আমাদের সংগঠনের পক্ষ থেকে মদনপুর ও ধামগড় ইউনিয়ন বাসীকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা।