স্বর্গ যেন এখানে। যেন সব ভালোবাসা দিয়ে প্রকৃতি সাজিয়েছে এই কোণটি। পাহাড়, জঙ্গল, জল- কি নেই সেই ক্যানভাসে। আর এই ক্যানভাস চিরে কালো ধোঁয়া উড়িয়ে কু ঝিক ঝিক চলেছে রেলগাড়ি। গাড়ির ভেতরে জানালার পাশে বসে বিস্মিত চোখ অবাক হয় তাকিয়ে। এ রেলপথে সুইজারল্যান্ডের জার্মাট থেকে মরিজ যাত্রা নাকি পৃথিবীর সব থেকে মনোরম যাত্রা। বলা হয়, এটাই নাকি বিশ্বের সবচেয়ে সুন্দর রেলপথ। ২৯০ কিলোমিটারের এই যাত্রা পথে রয়েছে দিগন্ত বিস্তৃত সবুজ জঙ্গল, বরফে আবৃত পাহাড়, ২৯১টি ব্রিজ এবং ৯১টি গুহা। এছাড়া এই রেলপথ থেকে মাত্র দুই কিলোমিটার দূরে রয়েছে সমুদ্রতট। এক কথায় পাহাড়, জঙ্গল আর সমুদ্র এই তিনেরই স্বাদ মিলবে এই ভ্রমণে। তাই তো চোখের পলকে কখন যে সময় পার হয়ে যায় বোঝা দায়। তবে গন্তব্য নয়, যাত্রীদের জন্য এ যাত্রাপথটিই সেরা আকর্ষণীয়।