সব প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় না। কেউ কেউ বিচ্ছেদেরও সম্মুখীন হয়ে থাকেন। তাই বলে তো আর জীবন থেমে থাকে না। সবকিছু ভুলে নতুন মানুষের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে ওঠে। কারো অনেক তাড়াতাড়ি হয়, কেউ কেউ একটু সময় নিয়ে প্রেমে পড়েন। তবে সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করেন, মেয়েরা তাদের অতীত সম্পর্ক নিয়ে পুরোটা সত্যি কখনোই বলতে চায় না। তারা চায় বিষয়টি সারা জীবনই গোপন থাকুন! কেন মেয়েরা তাদের অতীত সম্পর্ক নিয়ে মিথ্যা বলে, সে সম্বন্ধে কয়েকটি কারণ তুলে ধরা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। চলুন, একনজরে দেখে নেওয়া যাক অতীত প্রেমের কথা মেয়েরা কেন লুকোতে চান।যে সম্পর্ক শেষ হয়ে গেছে, সেটা আর কখনোই ফিরে আসবে না। যা ফিরে আসবে না, তা মনে করে লাভ কী বলুন? তাই নতুন সঙ্গীর কাছে পুরোনো প্রেমের কথা বলতে মেয়েরা কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করে না।কোনো মানুষই তার অতীতকে বদলাতে পারে না। তাই মেয়েরা মনে করে, যে জিনিস বদলানো সম্ভব না, তা বলার কোনো প্রয়োজন নেই।ভুল থেকেই মানুষ শেখে। পুরোনো সম্পর্কে যে ভুলগুলো হয়েছিল, নতুন সম্পর্কে মেয়েরা সেগুলো আর চায় না। আর সেই ভুলগুলোর কথা যদি নতুন সঙ্গীকে বলে দেয়, তাহলে না চাইলেও সেগুলো আবার তাদের জীবনে চলে আসবে। এই ভয়ে মেয়েরা পুরোনো সম্পর্কের সব সত্যি বলতে চায় না।ভবিষ্যতে সুখে থাকার জন্য মেয়েরা নতুন সঙ্গীর কাছে পুরোনো সঙ্গীর কথা লুকায়। সাবেক প্রেমের কারণে মেয়েরা তার জীবনে নতুন করে কোনো সমস্যা চায় না। অতীত প্রেমে কী ঘটেছিল, এটা জেনে যদি নতুন সঙ্গী তাকে ভুল বোঝে—এ ভয়ে পুরো বিষয়টি লুকাতে চায়। এখানে তার কোনো ঠকানোর উদ্দেশ্য থাকে না। শুধুই ভালো থাকার উদ্দেশ্যে একজন মেয়ে এমনটা করে থাকে।