রূপগঞ্জ প্রতিনিধিঃ করোনা আতংকের মধ্যেও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা-গাউছিয়ার চৌরাস্তার মোড়টি বর্তমানে মানব পাচারের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করেছে বলে সচেতনমহল মনে করছেন। প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে সরকারি নির্দেশনা (গণ পরিবহন বন্ধ থাকার নির্দেশ) অমান্য করেই চলছে হোন্ডা ও সিএনজিসহ ছোট পরিবহনে মানব পাচার। এতে করে করোনা মহামারি আকার ধারন করতে পারে বলে রূপগঞ্জবাসী মনে করছেন। জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার গণ পরিবহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। উক্ত নির্দেশের কারনে বড় ধরনের গণ পরিবহন বন্ধ থাকলেও ছোট পরিবহনে দেদারছে মানুষকে এক জেলা থেকে আরেক জেলায় পাচার করছে। এতে এসব অসাধু গাড়ি চালকরা অধিক আয় করতে পারলেও করোনা ঝুঁকিকে মহামারি আকার ধারন করার অন্যতম কারন বলে মনে করছেন সচেতনমহল। খোদ রাজধানী ঢাকা থেকেও মানুষ হোন্ডা ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনে গাউছিয়া হয়ে বিভিন্ন জেলায় নির্বিঘেœ যাতায়াত করছেন। এক্ষেত্রে ভুলতা ফাঁড়ি পুলিশকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা গেছে। প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে প্রকাশে করোনা আতংককে মহামারি রূপ দিতে মানব পাচার চলায় জনমনে নানা আতংক বিরাজ করছে। এব্যাপারে ভুলতা ফাঁড়ি পুলিশের সাথে আলাপ করলে তারা বলেন, পাবলিক রাষ্ট্রীয় নির্দেশ অমান্য করছে। আমরা প্রশাসন আপ্রান চেষ্টা করছি। কিন্তু তাদের প্রতিরোধ করতে পারছিনা। তবে পুলিশের নীরব ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের উদ্রেক করছে। অনেকের মতে, এভাবে মানব পাচার হওয়ায় পুলিশের পকেট ভারি হচ্ছে। এব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন বলে সচেতনমহল মনে করছেন।