আন্তর্জাতিক ডেস্ক: পুরুষ যদি শরীরের ঊর্ধ্বাংশ অনাবৃত করে প্রকাশ্যে ঘুরতে পারে, তাহলে নারীরা নয় কেন? স্তনকে কেন যৌনতার অংশ বলা হবে? মূলত এই দাবিতেই বিশ্বজুড়ে প্রতিবাদ চলছে ‘ফ্রি দ্য নিপল’ স্লোগানে। আন্দোলনটা একেবারে নতুন তা বলা যাবে না। তবে এবার একদল নারী এই আন্দোলনকেই নিয়ে এসেছেন অন্য এক ফর্মেটে। ব্রিসবেনের অরলেই পার্কে প্রায় অর্ধশতাধিক নারী মিলে আয়োজন করেছিলেন একটা পিকনিকের। শিরোনামও দিয়েছিলেন ‘ফ্রি দ্য নিপল পিকনিক’। উদ্যোক্তা দুই বন্ধু জো বাকলে লেনক্স এবং আমান্দা হাওয়ার্থ। ফেসবুকে ‘ইভেন্ট’ খুলে এই কর্মসূচিতে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানান নারীদের। কথা মতোই পার্কে হাজির হন সবাই। পিকনিকে স্তনকে যৌনতার অঙ্গ হিসেবে দেখার প্রতিবাদ জানান তারা। প্রতিবাদে বক্ষদেশ উন্মুক্ত করে। প্রতিবাদ জানান, পুরুষশাসিত সমাজের নীতি নির্দেশিকার। দাবি করেন, পুরুষদের মতোই খোলা রাস্তায় বক্ষদেশ উন্মুক্ত করে হাঁটা-চলা করতে চান তারা। তবে এই প্রতিবাদ আন্দোলন যে সার্বিকভাবে গৃহীত হয়েছে এমনটা নয়। বিতর্কের ঝড় আছড়ে পড়েছে নানা মহলে। অনেকে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।