স্টাফ রিপোর্টার : বন্দরে স্কুলছাত্রীকে উত্তক্ত’র অভিযোগে শাওন(১৫) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধায় থানার বন্দর শাহী মসজিদ এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে স্কুলছাত্রীর পিতা জালাল মিয়া বাদী হয়ে বখাটে শাওনসহ জহির ও লাদেন নামে আরো ২জনকে আসামী করে সোমবার রাতেই বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। যার নং ৩১(৫)১৬ইং। ধৃতকে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ কর হয়।