পূজা উদযাপন কমিটিসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গের ফুলেল অভ্যর্থণাকালে মকসুদ যতদিন চেয়ারম্যানের দায়িত্বে থাকবো ততদিন মুসাপুরবাসী’র সুখ-দুঃখের সাথী হয়ে থাকবো
17, June, 2016, 9:49:7:PM
স্টাফ রিপোর্টার : মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হেসেনকে ফুলেল অভ্যর্থণা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন কমিটিসহ বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। শুক্রবার সকাল ১০টায় প্রথমে নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন কমিটি’র সহ-সভাপতি শ্রী মনোরঞ্জন দাসের নেতৃত্বে ফুলেল অভ্যর্থণা জ্ঞাপন করা হয়। মনোরঞ্জন ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিপন চন্দ্র দাস,স্বপন দাস প্রমুখ। এছাড়া পরে পর্যায়ক্রমে সংবর্ধণা প্রদান করেন গোবিন্দকুল এলাকার পক্ষে মোঃ মাসুম মিয়া,মোঃ আমির হামজা,মোঃ সোহেল ও মোঃ সাজ্জাদ হোসেন পরিশেষে লাঙ্গলবন্দ নন্দকানন কলোনী চিড়াইপাড়া এলাকার বশির আহমেদ ও আফিয়া বেগম পৃথক পৃথক ফুলের শুভেচ্ছা জানান। আগত শুভাকাংখীগন চেয়ারম্যান মাকসুদ হোসেন ছাড়াও তার সহধর্মিণী নার্গিস হোসেনকেও অভ্যর্থনা জানায়। সংবর্ধিত নয়া চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ এ সময় আগতদের উদ্দেশ্যে বলেন,মুসাপুর ইউনিয়নবাসী আমার আতœার আতœীয়। তাদের সুখ-দুঃখে আমি সবসময় পাশে থাকবো। যে কোন সমস্যা সমাধানে আমার সাহায্যের হাত প্রসারিত থাকবে ইনশাল্লাহ। যতদিন চেয়ারম্যানের দায়িত্বে থাকবো ততদিন মুসাপুরবাসী’র সুখ-দুঃখের সাথী হয়ে থাকবো।