স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে পৃথক ঘটনায় বজ্রপাতে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু ঘটেছে। নিহতরা হলেন জামেলা খাতুন (৫০) ও মিলন হোসেন (২৮)। জানা গেছে জেলার কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে বজ্রপাতে জামেলা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়। নিহত জামেলা উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ ঝড় শুরু হলে ঘরের বাইরে থেকে কাপড় আনতে যান জামেলা। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল জামেলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে গোসলের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন হোসেন নামে দমকল বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়। মিলন জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বুলবুল হকের ছেলে। কোটচাঁদপুর ফায়ার স্টেশনের অপারেটর ইয়াসির আরাফাত জানান, বেলা ১১ টার দিকে গোসল করতে গেলে টিউবয়েলের সঙ্গে মোটরে থাকা বিদ্যুৎ সংযোগে তিনি আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন। কোটচাঁদপুর ফায়ার স্টেশনের অফিসার আলাউদ্দিন জানান, সকালে অফিসের বাথরুমে গোসল করার সময় মিলন বিদ্যুৎস্পর্শে মারা যান। তিনি জানান, বিল্ডিংয়ের ছাদের উপর পানির ট্যাংকির পাশে থাকা বিদ্যুতের কেবল থেকে শর্ট সার্কিট হয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর হোসেন চৌধুরী এ বিষয়ের সত্যতা স্বীকার করেছেন।