গণপিটুনিতে হত্যাকান্ডের ঘটনা বাংলাদেশে প্রায় নিত্যদিনকার বিষয় হয়ে দাঁড়িয়েছে
17, February, 2016, 1:46:37:AM
গণপিটুনিতে হত্যাকান্ডের মতো ভয়ংকর ও বিপজ্জনক সমস্যাটি বাংলাদেশে প্রায় নিত্যদিনকার ঘটনা হয়ে দাড়িয়েছে বেশ কয়েক বছর ধরে। আইন শালিস কেন্দ্র, অধিকারসহ মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মোতাবেক ২০১৫-সালে ১৩৫ জনসহ গত ছয় বছরে গণপিটুনিতে নিহত হয়েছেন কমসে কম ৮৫৭ জন। আর গত ১৬ দিনে নিহত হয়েছেন ৮ জন - যার মধ্যে মঙ্গলবারই রাজশাহী এবং নরসিংদীতে কথিত ডাকাত ও চোর সন্দেহে নিহত হন ২ জন। আইন শৃংখলা রক্ষাবাহিনী প্রায় সব ক্ষেত্রেই নিহতের পরিচয় গোপন করে কথিত ডাকাত বা চোর ও জনরোষ শব্দগুলো ব্যবহার করে থাকে। মানবাধিকার সংগঠনগুলো এবং বিশেষজ্ঞগণ বলছেন, আইন শৃংখলা রক্ষাবাহিনীর ভূমিকা ও বিচার প্রাপ্তির ব্যাপারে আস্থাহীনতার কারণে মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে। এ সম্পর্কে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং অপরাধ বিশেষজ্ঞ শেখ হাফিজুর রহমান।
আইন শৃংখলা রক্ষাবাহিনীও মাঝে মাঝে গণপিটুনিতে ইন্ধন দিয়ে থাকে এমন অভিযোগ রয়েছে মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে।