মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দূঘটনায় ১ সাইকেল আরোহি নিহত। গতকাল রবিবার সকাল ১০ টায় বিরামপুর উপজেলার দক্ষিন সাহাবাজপুর গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র সরকার এর পুত্র শ্রী প্রদিপ চন্দ্র সরকার (৬০) সাইকেল যোগে বাড়ী থেকে বের হয়ে ফুলবাড়ী তে আসার পথে বারোকোনা নামক স্থানে পাকা রাস্থায় উঠা মাত্র বিরামপুর থেকে আসা একটি কার পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনা স্থানে তার মৃতু হয়।নিহত ব্যক্তিকে স্থানিয় লোকজন উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে । সড়ক দৃঘটনার খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনা স্থান থেকে ঢাকা মেট্র ক-১১২৫১২ নং মালিক বিহীন কারটি উদ্ধার করে ফুলবাড়ী থানায় আনেন।