অক্ষয় নারী সংঘের সদস্যদের ব্র্যাকের খাদ্য সামগ্রী প্রদান
10, June, 2020, 11:22:25:PM
মোঃ মনির হোসেনঃ
মহামারী করোনাভাইরাসের তান্ডবে দেশের সাধারন মানুষের ত্রাহি অবস্থা। এমন পরিস্থিতিতে যৌনকর্মীরা আরো অসহায় হয়ে পড়েছেন। তাদের দেখারও যেন কেউ নেই। এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জের যৌনকর্মীদের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছে ব্র্যাক। আজ বুধবার নতুন কোর্ট এলাকায় অক্ষয় নারী সংঘের ৯০ জন সদস্যের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করে ব্র্যাক।
বিতরনকৃত খাদ্য সামগ্রী ছিল- ১৬ কেজি চাল, ২ কেজি আটা, ২ লিটার তেল, ২ কেজি ডাল, দেড় কেজি সুজি, পৌনে ২ কেজি চিনি, ১ কেজি লবন এবং ১০ প্যাকেট বিস্কুট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী মোঃ হুমায়ুন কবির, অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অক্ষয় নারী সংঘের সভানেত্রী কাজল আক্তার।