ফুলবাড়ীর পল্লীতে জমি জমার বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মারপিট ॥
16, June, 2016, 2:50:40:AM
মোঃ মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বাজারে জমি জমা বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মারপিট। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির মহেশপুর গ্রামের খয়ের উদ্দিনের পুত্র মোঃ আতিয়ার রহমান এর থানায় দায়ের কৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ০২/০৬/২০১৬ ইং তারিখে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তার ভাই মোঃ খেতাব উদ্দিন ব্যবসায়িক কাজে কয়লা খনি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বাহির হয়ে শিবনগর বাজারে বাবুল মিয়ার চায়ের দোকানে আসা মাত্র একই গ্রামের মোঃ আতোয়ার রহমান (৪৫), পিতা- মোহাম্মদ আলী, মোঃ আনোয়ার হোসেন (৬২) পিতা-মৃত আলিমউদ্দিন, মোঃ মেজবাউদ্দিন রুহুল (৩৫), মোঃ মারুফ হাসান সুমন (৩২), উভয়ের পিতা আতিয়ার রহমান, মোছাঃ মিনারা বেগম (৪০) স্বামী মোঃ আতোয়ার রহমান দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে খেতাব উদ্দিনের উপর হামলা করে মারপিট করে। এতে খেতাব উদ্দিন মারাত্বক ভাবে আহত হয়। আহত খেতাব উদ্দিনকে স্থানীয় জনগণ ঐ দিনে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কর্তব্যরত ডাক্তার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দীর্ঘ কয়েকদিন চিকিৎসা করার পর সুস্থ হয়ে গত ১৫/০৬/২০১৬ ইং তারিখে ফুলবাড়ী থানায় তার ভাই মোঃ আতিয়ার রহমান বাদি হয়ে ৫ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদ আলীর সাথে গতকাল বৃহস্পতিবার মোবাইল ফোনে মারপিটের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রতিপক্ষ আতোয়ার রহমান সাবেক পুলিশ পরিদর্শক তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যে বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার ষড়যন্ত্র করছেন বলে আহত মোঃ খেতাব এর ভাই আতিয়ার রহমান অভিযোগ করেন।