স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের চাপড়ী গ্রাম থেকে পিস্তল ও গুলিসহ নাজমুল গাজী (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১১ জুন) দিনগত রাতে তাকে আটক করা হয়। আটক নাজমুল গাজী একই উপজেলার ইস্তেফাপুর গ্রামের রওশন গাজীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম সাংবাদিককে জানান, রাতে চাপড়ী গ্রামে নাজমুল গাজী নামে ওই যুবক অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাকে আদালতে পাঠানো হবে।