মোঃ মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধিদিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিআরডিবি সভাকক্ষে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে অতিদরিদ্র জনগনের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চত করণ উপজেলা পর্যায়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা বিআরডিবি সভাকক্ষে প্রকল্প সমন্বয়কারী ইভিপিআরএর প্রকল্প পল্লী শ্রী দিনাজপুরের মোঃ মইনুল হক বাপ্পীর সভাপতিত্বে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল সাত্তার সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। এ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন কো-অডিনেটর ইভিপিআর প্রকল্প ওয়ার্ল্ড ভিশনের মীর রেজাউল করিম, সিডিএস পৌরসভা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের সুপারভাইজার কৃষ্ণা রবি দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউপির সচিব মোঃ হানিফুর রহমান, শিবনগর ইউপির সচিব মোঃ গোলাম কিবরিয়া বেতদিঘি ইউপির সচিব মোঃ নূর আলম, খয়েরবাড়ী ইউপি সচিব মোঃ রাজিউর রহমান, এলুয়াড়ি ইউপি সচিব মাজেদুর রহমান, কাজিহাল ইউপির সচিব মোঃ আলী, ফুলবাড়ী সমাজ সেবা অফিসের সুপারভাইজার মোছাঃ আলেমা খাতুন, উপজেলা ক্রেডিট সুপারভাইজার মোঃ আমিনুল ইসলাম, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাংবাদিক প্লাবন শুভ প্রমুখ। সমন্বয় সভায় উপজেলা ৭টি ইউনিয়নের আদিবাসীরা উপস্থিত ছিলেন। বাস্তবায়নে ছিলেন পল্লী শ্রী, ওয়ার্ল্ড ভিশন ও পামডো জয়পুর হাট। অর্থায়নে ইউরোপীয় ইউনিয়ন।